ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক কমানোর কোনও পরিকল্পনা নেই বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার তিনি এই ঘোষণা দেন। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তিনি এই ঘোষণা দিলেন।
চলতি বছরের জানুয়ারি থেকে ট্রাম্প একাধিক বাণিজ্য অংশীদার ও আমদানির ওপর শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামও রয়েছে। এতে আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এসব নীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি এই শুল্কের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়ার পরিকল্পনা করছেন না। তিনি সাফ জানিয়ে দেন, “না, আমার এমন কোনও ইচ্ছা নেই।”
বরং আগামী ২ এপ্রিল থেকে পাল্টা শুল্ক আরোপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এর ফলে নতুন করে আরও পণ্য ও বাণিজ্য অংশীদাররা তার লক্ষ্যবস্তু হতে পারেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২ এপ্রিল আমাদের দেশের জন্য একটি মুক্তির দিন। তিনি দাবি করেন, এরই মধ্যে আমাদের দেশে কয়েক বিলিয়ন ডলার এসেছে এবং ২ এপ্রিল থেকে আরও বড় অঙ্কের অর্থ আসবে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর যথাক্রমে ২৫ শতাংশ ইস্পাত ও ১০ শতাংশ অ্যালুমিনিয়াম আমদানি শুল্ক বসিয়েছিলেন। পরে কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তির মাধ্যমে এই শুল্ক প্রত্যাহার করা হলেও ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক ২০২১ সাল পর্যন্ত বহাল ছিল।
দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণের এক মাসের কম সময়ের মধ্যে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: রয়টার্স, বিবিসি, এএফপি
বিডি প্রতিদিন/একেএ