মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। চলতি সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
এছাড়া আরও ২০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় কিছু সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
উগান্ডার সীমান্তবর্তী ইতুরি প্রদেশে মঙ্গলবার ও বুধবার ইসলামিট স্টেটের সঙ্গে সম্পৃক্ত এডিএফ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে।
মাম্বাসা অঞ্চলের সমাজ সংস্থার সমন্বয়কারী জোসপিন পালুকু বলেছেন, মাতালো এবং সাম্বোকো গ্রামে বিদ্রোহীদের হামলায় ২৩ জন নিহত হয়েছে।
তিনি জানিয়েছেন, গ্রাম্যপ্রধান মাতোলোর ছেলেসহ কমপক্ষে ২০ জনকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই মাঠে কাজ করা কৃষক। মানবিক বেশ কিছু সংস্থাও নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/একেএ