মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে চলতি বছরের জানুয়ারি থেকে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উচ্চ পর্যায়ের বৈঠকে এ তথ্য জানিয়েছেন কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ তুলুকা সুমিনওয়া। খবর রয়টার্সের।
কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া বলেছেন, ‘জানুয়ারি থেকে দেশের পূর্বাঞ্চলে লড়াইয়ে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মৃতদের মধ্যে ‘উল্লেখযোগ্য’ সংখ্যক বেসামরিক নাগরিক রয়েছেন। এ ছাড়া ৯০টি আশ্রয়কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় ৪ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।’
এ সময় সুমিনওয়া সতর্ক করে বলেন, ‘ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।’
এদিকে, কঙ্গো সরকারের অভিযোগ, প্রতিবেশী দেশ রুয়ান্ডা অস্ত্র ও সেনা দিয়ে এম২৩ বিদ্রোহীদের সাহায্য করছে। তবে রুয়ান্ডা এ অভিযোগ অস্বীকার করেছে।
বিডি প্রতিদিন/জামশেদ