বাংলাদেশ ইনস্টিটিউট অব থাইরয়েড মেডিসিন অ্যান্ড ইমেজিং রিসার্চ (বিটমির) ও দি থাইরয়েড সেন্টার লি. এর যৌথ উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য থাইরয়েড কনফারেন্স ‘‘ থাইরয়েড-দ্য মাদার গ্ল্যান্ড’এর আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কনফারেন্সটিতে এসময় দেশসেরা অধ্যাপক ও চিকিৎসক তাদের প্রবন্ধ উপস্থাপনা করেন। কনফারেন্সটিতে প্যাথোফিজিওলোজি থেকে শুরু করে ইন্টারভেনশন পর্যন্ত আলোচনা করা হয়।
নিনমাস এর পরিচালক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এ কে এম ফজলুল বারী'র সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম এ করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফাউজিয়া মোসলেম, অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. তানিয়া রহমানসহ ২৮০ জন শিক্ষক ও চিকিৎসক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ