বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্যসহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্যসহায়তা জোগাড়ে ডব্লিউএফপি অঙ্গীকারবদ্ধ। রোহিঙ্গাসংকট এখনো তাদের অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে রয়েছে। তারা রোহিঙ্গাদের জন্য খাদ্যসহায়তা অব্যাহত রাখবে।
গতকাল ইতালির রাজধানী রোমের এক হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাতে মূলত রোহিঙ্গাসংকট, গাজা ও সুদানের দুর্ভিক্ষ পরিস্থিতি এবং বৈশ্বিক ক্ষুধা মোকাবিলায় তহবিল সংগ্রহের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। দুজনেই বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় তহবিল বৃদ্ধি করার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। স্কাউ জানান, জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাম্প্রতিক নতুন মানবিক সহায়তার প্রতিশ্রুতির পর ডব্লিউএফপি প্রতিটি রোহিঙ্গা শরণার্থীকে মাসে ১২ ডলার করে খাদ্যসহায়তা অব্যাহত রাখবে।
অবৈধ অভিবাসী ফেরত আনলে নতুনদের নেবে ইতালি : ইতালিতে বাংলাদেশি কমিউনিটির নেতারা গতকাল রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর হোটেলে দেখা করেন। এ সময় তারা নিজেদের নানান সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা তাদের জানান, দেশটিতে অনেক বাংলাদেশি আছেন, যাদের কাগজপত্র নেই। ইতালি একজন অবৈধ প্রবাসীকে ফিরিয়ে নিলে নতুন একজনকে আসার সুযোগ দেবে বলে জানিয়েছে। আমরা কাউকে না তাড়িয়ে কীভাবে বৈধতা দেওয়ার পন্থা বের করা যায়, সেই চেষ্টা করছি।
গভীর সমুদ্রে মৎস্য আহরণে সহায়তার আশ্বাস এফএওর : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন ও কৃষিজাত পণ্য বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন। সোমবার (রোম সময়) রোমে এফএও সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম এবং সংস্থাটির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
রোমের মেয়রকে ধন্যবাদ : রোম সিটি করপোরেশন কার্যালয়ে রোমের মেয়র গুয়ালতিরির সঙ্গে সোমবার (রোম সময়) প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা বাংলাদেশি অভিবাসীদের এত সুন্দরভাবে দেখভাল করার জন্য মেয়রকে ধন্যবাদ জানান। রোমের মেয়র শহরটির বহু সাংস্কৃতিক সমাজে বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট ও জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : এর আগে সোমবার রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের অনুষ্ঠানের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মেদ। একই দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট লুলাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই তিনি বাংলাদেশ সফর করতে চান।