দাবি আদায়ের আন্দোলন ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে চলমান দ্বন্দ্বের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘তোমরা তালা দিবা, হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে। মামাবাড়ির আবদার?’ গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপাচার্য রাকসুর নির্বাচন কমিশনারসহ অন্যদের প্রশংসা করে বলেন, ‘আমি আমার নির্বাচন কমিশনের প্রশংসা করছি। ওই দিন (রবিবার) যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তাদের সম্পর্কে যে কথাবার্তা এসেছিল, যে ভাষায় স্লোগান দেওয়া হচ্ছিল, যাঁরা আছেন তাঁদের প্রশংসা করি। তাঁরা প্রত্যেকে উচ্চ নৈতিকতার মানুষ এবং অসম্ভব আত্মসম্মানবোধ আছে তাঁদের। শুধু বিশ্ববিদ্যালয় ও ছাত্রছাত্রীদের কথা ভেবে ওনারা দায়িত্ব ছেড়ে দেননি। কিছু শিক্ষক আছেন, এই জঘন্য কথাবার্তা ও জঘন্য পরিস্থিতি সৃষ্টি করার পরেও জায়গা থেকে পিছিয়ে যাচ্ছেন না।’ উল্লেখ্য, গত রবিবার প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতা-কর্মীরা। একপর্যায়ে কার্যালয়ের একটি চেয়ার ভাঙচুর ও একটি টেবিল উল্টে দিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র তুলতে গেলে তাদের ঘিরে ধরেন ছাত্রদলের কর্মীরা। দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন সাবেক সমন্বয়কের নেতৃত্বে একদল শিক্ষার্থী ঘটনাস্থলে আসেন। পরে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিয়ে সেখানে যান। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হন। দুপুরে শিক্ষার্থীরা ভবনের ফটকের তালা ভেঙে ফেলেন। চার ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ২টার দিকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। পরে মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানো হয়। উপাচার্য বলেন, ‘শিক্ষক কর্মকর্তারাও একটি দাবিতে অটল আছেন। তাদের সহযোগিতা ছাড়াও সুষ্ঠু নির্বাচন কঠিন হবে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের যে কোনো কিছু হলে সেটা নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে।’ এর আগে, প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে কয়েকদফা কর্মবিরতি পালন করেছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি দেশের সব সরকারি চাকরিজীবী তাদের সন্তানের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা পান অথচ আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি। যা অযৌক্তিক। এদিকে এ সুবিধাকে পোষ্য কোটা আখ্যা দিয়ে তা কোনোভাবেই ফেরাতে দিতে চান না শিক্ষার্থীরা। এ জন্য পাল্টা আন্দোলন করেন তারা।
শিরোনাম
- ইতিহাস গড়লেন সাবালেঙ্কা, সেরেনার পর টানা দুইবার চ্যাম্পিয়ন
- ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- ২৫ বছর পর আবারো ইউএস ওপেনে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি
- কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যা বললেন জেলেনস্কি
- ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ
- সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নেপালের সঙ্গে ড্র করলো বাংলাদেশ
- লঙ্কানদের ৮০ রানে গুটিয়ে দিয়ে জিম্বাবুয়ের দাপুটে জয়
- ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- সুদানে স্বর্ণের খনি ধসে ৬ জনের মৃত্যু, আটকা পড়েছেন ২০ জন
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ
- ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
- ৩১ দফায় সকল মানুষের ভাগ্য উন্নয়ন হবে: এস এ জিন্নাহ কবীর
- মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটি গ্রেফতার
- পর্দায় প্রেমিকাকে দেখে আবেগপ্রবণ হৃতিক
- ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
- দেশের জনগণ ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে : নবীউল্লাহ নবী
- চার পা-ওয়ালা কানি বক দেখতে ভিড় জমাচ্ছে জনতা
- অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা পল্লী বিদ্যুৎ কর্মীদের
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০২:১১, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫
রাকসু নির্বাচন
ছাত্র সংগঠনের দ্বন্দ্ব নিয়ে ক্ষোভ প্রকাশ উপাচার্যের
রাবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর