তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমন্ত্রিত হয়ে পৃথক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে গতকাল সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান বিচারপতির সফরকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ‘প্রধান বিচারপতি’ হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল সুপ্রিম কোর্টের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারক কাদির ওজকায়া তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সিম্পোজিয়ামসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতিকে বিশেষ আমন্ত্রণ জানান। প্রধান বিচারপতি আজ ইস্তাম্বুলের দোলমাবাছ প্রাসাদে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন।