চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দুই নারী দগ্ধ হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০) পেট্রলবোমার আগুনে দগ্ধ হয়েছেন। তাদের বাড়ি রাউজান উপজেলার পৌরসদরে।
লায়লার স্বামী মো. আব্বাসের বরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ভোররাতে যাত্রীরা রাউজান থেকে কুতুবদিয়া মালেক শাহর দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এস খালেদ জানিয়েছেন, দুজনের মধ্যে লায়লার শ্বাসনালি, দুই হাতের আঙুল ও মুখম লের কিছু অংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেওয়া হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার চালক জমির জানিয়েছেন, অটোরিকশাটি মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় পৌঁছালে সড়কের মধ্যে আগুন দেখতে পান। এ সময় আগুনকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মুখোশ পরা দুর্বৃত্তরা সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে দুজন দগ্ধ হন আর বাকিরা সুস্থ ছিলেন। গতকাল রিপোর্টটি লেখার সময় বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। উনাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। সময় সুযোগমতো যাতে থানায় আসেন। পুলিশ ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখছে।’