আছিয়াসহ সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিতে শহীদ মিনারে গতকাল গণমিছিল কর্মসূচি দিয়েছিল ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বেশ কয়েকটি বাম সংগঠন। একই সঙ্গে গতকাল শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা কর্মসূচি দিয়েছিল ইনকিলাব মঞ্চ। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষই কর্মসূচি স্থগিত করে। এ ছাড়া কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিলের উদ্দেশ্যে জড়ো হন বাম সংগঠনের নেতা-কর্মীরা। উ™ূ¢ত পরিস্থিতিতে গণমিছিল স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। এ সময় তারা সাত দফা দাবি জানান। দাবিগুলো দেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিচার; স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ; জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার; মন্দির-মসজিদ-মাজারে হামলাকারীদের বিচার ইত্যাদি। ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘আমরা কর্মসূচি ঘোষণা করার পর একটি উগ্রবাদী গোষ্ঠী আমাদের কর্মসূচি নস্যাৎ এবং ধর্ষণবিরোধী আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা চক্রান্ত করছে। আমরা এও লক্ষ করছি, আমাদের ধর্ষণবিরোধী গণ আন্দোলন পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরাও পুনর্বাসনের স্বপ্ন দেখছে। আমরা উগ্রবাদী গোষ্ঠী ও আওয়ামী সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলতে চাই, ধর্ষণবিরোধী আন্দোলন ব্যবহার করে আপনাদের যে বাসনা; বাংলাদেশের ছাত্র-যুব সমাজ তা পূরণ হতে দেবে না। শহীদ মিনারে বাম সংগঠনগুলো তাদের গণমিছিল প্রত্যাহার করায় শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা স্থগিত করে ইনকিলাব মঞ্চ। তারা শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসে। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচি অনুযায়ী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদি সমাবেশ’ করা হবে। একই সঙ্গে দুই দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী। তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। শরীফ উসমান হাদী আরও বলেন, ২৫ এপ্রিল শুক্রবার বিকালে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার দাবিতে আমরা শাহবাগে শহীদি সমাবেশ কর্মসূচি ঘোষণা করলাম। এদিন জুলাই শহীদদের বাবা-মায়েরা, শাপলার শহীদদের বাবা-মায়েরা, পিলখানায় শহীদদের সন্তানরা উপস্থিত থাকবেন। তবে এর আগে যদি লাকী আক্তার গং আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব। তিনি আরও বলেন, শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। এ দেশে আর কোনো শাহবাগ কায়েম করতে দেব না আমরা। কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল সকাল থেকেই কার্যালয়ের আশপাশে সমবেত হন দলটির নেতা-কর্মীরা। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকালে কার্যালয়ের সামনে এসে কালো পতাকা উত্তোলন করেন সিপিবি সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
শিরোনাম
- ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রশমনে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত
- বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে একজন আটক
- রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
- তেজগাঁওয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দিনমজুরের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২০ মে)
- হায়দরাবাদের কাছে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল লখনৌ
- এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির
- বাংলাদেশকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস
- বরিশাল সিটির মেয়র ঘোষণার মামলার আপিল করলেন ফয়জুল করিম
- টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- তামিম-হৃদয়ের ব্যাটে বাংলাদেশের রানের পাহাড়
- ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
- যে কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই সেঞ্চুরিয়ান ইমন
- নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো গুরুত্ব দিচ্ছি: পরিকল্পনা উপদেষ্টা
- এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ
- ৩১ দফা বাস্তবায়ন হলে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হবে: মীর হেলাল
- অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি : ক্ষমা চাইলেন ইশরাক
- পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই : হাসনাত
- আজকালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে : সালাহউদ্দিন
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সেঞ্চুরিয়ান ইমন