মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামের শিশু আছিয়ার বাড়িতে শোকের মাতম চলছে। মেয়ের শোকে মা আয়েশা খাতুন শয্যাশায়ী ও বাবা ফেরদৌস শেখ বাকরুদ্ধ। শোকাতুর এলাকাবাসী ছাড়াও দূরদূরান্ত থেকে লোকজন আছিয়াদের বাড়িতে আসছেন সমবেদনা জানাতে। অন্যদিকে সকাল থেকে এলাকাবাসী অভিযুক্ত হিটু শেখের বাড়ির ঘরের ইট, টিনসহ গাছপালা কেটে দিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বাড়ি আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আছিয়ার মা গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমার যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। ফিরে তো আর আসবে না বাচ্চা। আপনাগের কাছে আমার দাবি, দ্রুত সুষ্ঠু বিচার যাতে হয়। কিন্তু এখনো বিচারটা হলো না। নয় দিন হয়ে গেল আমার মণি কিন্তু শান্তি পাইনি। তার বিচারটা আগে চাই তবে তার শান্তি আসবে। এমন শাস্তি দেবেন ঠিক যেমন আমার মণিরে শাস্তি দিয়ে মারিছিল গলায় ফাঁস দিয়ে। ঠিক সেরকমের শাস্তি দিয়ে জনগণের সামনে মারবেন।’ আর একটা দাবি, ‘আমার পরিবার এখন বিশৃঙ্খলভাবে রইছে। আমার আরও তিনটে বাচ্চা থাকল। বড় বাচ্চাটা ধরেন আর কোনো দিন সংসারে ফিরে যাবিনে। সরকারের কাছে আমার একটা অনুরোধ রইছে যে কোনো ছোটখাটো একটা কর্মের ভিতর ঢুকাই দিতি’ যাতে ওর নিয়ে আমার আর চিন্তা ছিল না ওর কর্ম ও করে খেত। আমার স্বামী খুবই অসুস্থ। আজ ৯ মাস কোনো কর্ম করতে পারে না। যার ফলে এত অনটন, এত দুঃখ। তার চিকিৎসার জন্যিও সরকারের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করতিছি। আমার একটা কষ্ট যে স্কুলে আমার মেয়েটা লেখাপড়া করত সেই স্কুলের একটা শিক্ষক আসল না কোনো খোঁজখবর নিল না। এত বড় একটা ঘটনা ঘটে গেল আমার দুই দুটো মেয়ে একই স্কুলে পড়ে তো এ পর্যন্ত কোনো শিক্ষক একটু খোঁজ নিল না এটাও আমার একটা কষ্টের কথা। আপনাগের কাছে আমার শেষ কথা আমার স্বামী যেন দ্রুত সুস্থ হয় যাতে আমি বাচ্চাকাচ্চা নিয়ে ভবিষ্যতে থাকতে পারি। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সিনিয়র আইনজীবী এম এ রশিদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আইনজীবী প্যানেল হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তাও আমাদের সাহায্য করছেন। আমরাও তাকে সহযোগিতা করছি। পাশাপাশি মাগুরা বারের পক্ষ থেকে ৯০ দিনের আগেই সুষ্ঠু বিচারের ক্ষেত্রে সব ধরনের সাহায্য করা হবে। সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ হবে এটা নিশ্চিত। এই বিচারের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই, যেন সারা দেশে এরূপ ঘটনা না ঘটে।
অন্যদিকে সকাল থেকে এলাকাবাসী অভিযুক্ত হিটু শেখের বাড়ির ঘরের ইট, টিনসহ গাছপালা কেটে দিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বাড়ি আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
মাগুরায় আছিয়ার বাড়িতে বিএনপি : আছিয়াদের বাড়িতে গতকাল সকালে আসেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তাঁর সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। আফরোজা আব্বাস আছিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শান্ত্বনা দেন। পাশাপাশি তাদের যে কোনো সমস্যায় পাশে থাকার কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। এ ঘটনা বাংলাদেশসহ বিশ্বকে কাঁদিয়েছে। সব বিবেকবান মানুষ তাদের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, আমরা ঢাকায় আছিয়ার মায়ের সঙ্গে কথা বলেছি বিভিন্ন প্রোগ্রাম করেছি তার এ নির্মম অত্যাচারের সর্বোচ্চ বিচার যেন দ্রুততার সঙ্গে হয়, তার জন্য কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজ আছিয়ার গ্রামের বাড়ি মাগুরাতে এসেছি।