প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যের মধ্য দিয়েই এই সরকারের জন্ম। ছাত্ররা জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি তুলেছে। ঐক্যবদ্ধভাবে এটা করতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। এমন হলে এটার দরকারও নেই। এ জন্যই আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বসা। সবাইকে দেখে সাহস পাচ্ছি। আমি যতদিন আছি, এই একতা নিয়েই থাকব। জুলাই ঘোষণাপত্র নিয়ে গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। বিকাল ৪টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, জাতীয় গণফ্রন্ট, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অংশ নেয়। প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার খুব ভালো লাগে। সাহস পাই। কারণ, এ সরকারের জন্ম হয়েছে ঐক্যের মধ্য দিয়ে। যখন আশপাশে আপনাদের দেখি না তখন নিজেকে দুর্বল মনে হয়। যখন আবার আপনাদের দেখি তখন মনে হয় সবাই এক আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। তিনি বলেন, মাঝখানে একদিন ছাত্ররা এসে বলল, তারা একটি ঘোষণাপত্র দেবে। প্রোক্লেমেশন দেবে। আমি বুঝতে চাইলাম কী প্রোক্লেমেশন। তারা বলল। আমি বললাম, এটা হবে না। আমার চাওয়াটাও ঠিক হবে না, তোমাদের করাটাও ঠিক হবে না। তোমরা যদি আবার ৫ আগস্টে ফেরত যেতে চাও, তাহলে ওই ঘটনার পুনরাবৃত্তি করতে হবে। ৫ আগস্টের অনুভূতি ছিল একতার অনুভূতি। তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে। যেভাবে একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছিলে, সেভাবেই একতাবদ্ধ হয়ে এটা করতে হবে। তারা আমার কথায় খুব একটা খুশি হয়নি। পরে অবশ্য তারা বুঝতে পারল একতাবদ্ধ হয়েই ঘোষণাপত্র দিতে হবে। সেখান থেকেই এই আলাপ শুরু।
শিরোনাম
- সম্পত্তির জন্য বাবাকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন
- এই সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই: সেলিমা রহমান
- জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী কারাগারে
- দেশে নতুন সংকট তৈরির চেষ্টা হচ্ছে : নুর
- বাংলাদেশ নামের পরিবর্তন নয়, প্রজাতন্ত্রকে ‘জনকল্যাণ’ করার প্রস্তাব
- পাচার হওয়া অর্থ ফেরাতে হবে বিদেশী আইনে: গভর্নর
- সাভারে দুই চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি
- প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার
- হার্ভার্ডের পাশেই বিলাসবহুল যৌনপল্লি, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত অনুরাগ
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- কারাগারে পাঠানো হলো ‘ক্রিম আপা’কে
- পিএসএলে আজ রিশাদদের ম্যাচ, সুযোগ পাবেন কি এই লেগস্পিনার?
- ‘শাহরুখ থাকতে আমি আর কে! গানগুলো ও নিজেই গেয়েছে’
- দূষণবিরোধী অভিযানে ৬৪৮ ইটভাটা বন্ধ
- আমার কাছে বিয়ে এখন অনেক দূরের ব্যাপার: তৃপ্তি দিমরি
- পিএসএলে ৮ কোটির প্রাইজমানি ঘোষণা
- পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে জরুরি ৫ নির্দেশনা
- গৃহপরিচারিকার সঙ্গে প্রেম ছিল ওম পুরীর!
- সর্বকালের সেরা বিদ্যুৎ ‘চোর’ সাবেক প্রতিমন্ত্রী বিপু : সিদ্দিকী নাজমুল
যতদিন আছি একতা নিয়েই থাকব : ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর