ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটি নিয়ামত। রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে চাঁদ রাতের ঈদ আনন্দ। এ আনন্দ মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অপূর্ব উৎসব।
এদিকে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে চাঁদ রাতের ঈদ আনন্দ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানে মুখরিত হয়েছে শিল্পকলা একাডেমি।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যা সাতটায় নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় চাঁদ রাতের ঈদ আনন্দ অনুষ্ঠান। পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভাণ্ডারি সংগীত পরিবেশন করেন আহমেদ নূর আমেরি ও তাঁর সহশিল্পীরা।
প্রায় একশো বছর ধরে মুসলিম বাঙালির ঈদ-আনন্দের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে আছে নজরুলের এ গানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন।
বিডি প্রতিদিন/আশিক