বিশ্বব্যাপী তুর্কি ড্রামা সিরিয়ালগুলোর দারুণ কদর। বাংলাদেশেও সমান জনপ্রিয় এগুলো। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাভিশন টিভি চ্যানেলে আসছে বহুল আলোচিত ও ঐতিহাসিক তুর্কি সিরিজ ‘সুলতান আবদুল হামিদ’। আজ ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে প্রতি শনি থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে সিরিজটির নতুন পর্ব। ধারাবাহিকটির কাহিনিতে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে হিজাজ রেল প্রকল্পের স্বপ্ন, গ্রিক-তুর্কি যুদ্ধ, তেলের কূটনীতি এবং তরুণ তুর্কিদের বিদ্রোহ। কূটনৈতিক প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে সুলতান হামিদ কীভাবে ভাঙনের মুখে থাকা সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন প্রভৃতি। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, বাংলাভিশন দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের শিল্পকে সর্বাগ্রে প্রাধান্য দেয়। এ ধারাবাহিক কোনোভাবেই দেশীয় কনটেন্টের বিকল্প নয়; বরং বিনোদনে এক ভিন্নমাত্রা যোগ করবে। আমাদের দর্শকরা যেমন সংবাদ, দেশীয় ধারাবাহিক ও একক নাটক এবং বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন, তেমনি এবার তারা একটি বিশ্বমানের তুর্কি সিরিজ বাংলায় উপভোগ করবেন।