কে তুমি তন্দ্রাহরণী? এমনই প্রশ্ন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে। কারণ তাঁর ‘রক্তবীজ ২’ ছবিতে কী কী চমক থাকছে? সমাজ মাধ্যমজুড়ে তোলপাড়। প্রকাশ্যে এসেছে পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এর প্রথম ঝলক। খুব অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ল মিমি চক্রবর্তীর ভিন্ন লুক। অভিনেত্রী মিমি চক্রবর্তী।
দিগন্তবিস্তৃত নীল পানি। সমুদ্রের সঙ্গে মিশেছে ঘন নীল আকাশ। হাঁটুজলে দাঁড়িয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী। নোনতা ভিজে চুলে সমুদ্র থেকে উঠে আসছেন নায়িকা। বুধবার সকালে সমাজ মাধ্যমজুড়ে যেন শুধু এই একটাই ছবি। ভাসিয়ে দিলেন তিনি। চারদিকে বৃষ্টির লেশমাত্র নেই। গলদঘর্ম অবস্থায় যখন সবাই অফিসের ব্যস্ততায় বাসে, ট্রামে ঠেলাঠেলি করছেন ঠিক সেই সময়ে মুঠোফোনে নায়িকার উষ্ণ ছবি।
যা দেখে রীতিমতো কুপোকাত তাঁর অনুরাগীরা।
কেউ লিখেছেন, ‘আগুন’। কারও আবার মন্তব্য, ‘চোখ ফেরানো যাচ্ছে না’। পূজায় আসছে মিমি এবং আবীর চট্টোপাধ্যায় অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’। সংযুক্তার চরিত্রে নায়িকাকে এমনিতেই বিপুল ভালোবাসা দিয়েছেন দর্শক। ফলে ছবিটি নিয়ে কৌতূহল এবার দ্বিগুণ। পর্দায় দাপুটে পুলিশ কর্তার চরিত্রে অভিনেত্রী। সেখানে যে অন্যরকম লুকে মিমিকে দেখা যাবে তা অনেকেই ভাবতে পারেনি। বাঙালি নায়িকাকে এ ধরনের খোলামেলা লুকে ছবিতে আগে সেভাবে দেখা গিয়েছে বলে মনে হয় না।