গীতিকবি-সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। সংগীতের একজন পারফেক্ট প্রিন্স। একজীবনে প্রিন্স মাহমুদ এত জনপ্রিয় আর কালজয়ী গান সৃষ্টি করেছেন যে, এটা খুব কম সংগীতজ্ঞ পারেন। বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তিদের একক কণ্ঠে জনপ্রিয় হওয়া সিংহভাগ গানই তার সৃষ্টি করা। এরপর তো প্রথমবারের মতো ‘প্রিয়তমা’র মতো বাণিজ্যিক সিনেমায় ‘ঈশ্বর’ গান দিয়ে বাজিমাত করলেন। সেই সাফল্যের ধারাবাহিকতার রেশ এসে মিশেছে সিয়াম-বুবলী-দীঘির ‘জংলি’ সিনেমা দিয়ে। এ ছবির সবকটি গানের সুর-সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। এর মধ্যে প্রকাশিত গানগুলো অল্প সময়ের ব্যবধানে শ্রোতাদের মনোযোগ কেড়ে নিয়েছে। এদিকে তাহসান খান ও আতিয়া আনিসার গাওয়া ‘জনম জনম’ ও ইমরান-কণার ‘বন্ধু গো শোন’র পর নতুন ইতিহাস রচনায় তার সঙ্গী হয়েছেন হাবিব ওয়াহিদ। প্রথমবারের মতো প্রিন্স মাহমুদের সুরে গেয়েছেন হাবিব। শিরোনাম- ‘যদি আলো আসতো’। এটি জংলি সিনেমার স্যাড গান। হাবিবের সঙ্গে প্রথমবার কাজ নিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘এটি দিয়ে হাবিবের সঙ্গে নতুন ইতিহাস রচিত হলো বলা যায়। গানটি সত্যিই অন্যরকম সুন্দর। গানটি রিলিজের পর অনেকেই প্রশংসা করছে। আরও একটি গান রয়েছে, যেটি এখনো রিলিজ হয়নি। মাহতিম শাকিবের কণ্ঠে গানটির শিরোনাম ‘মায়াপাখি’। এটা অবন্তি সিঁথিও গাইছে আলাদাভাবে। এটা মূলত বাবা-বাচ্চার ভালোবাসার গান। আসলে আমি ভীষণ আনন্দিত যে, বরাবরের মতো ভালো কিছু উপহার দিতে পেরেছি শ্রোতাদের।’ এদিকে এ সময়ে ট্রেন্ডে রয়েছে প্রিন্স মাহমুদের ‘জনম জনম’ ও বন্ধু গো শোনো’ গান দুটি।