গেল কয়েক বছরে বেশকিছু নাটকে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন তারা। তাদের নাটকগুলো পেয়েছে দর্শক ও সমালোচকদের প্রশংসা। ভিউর বাজারেও চমক দেখিয়েছে। সেসব সাফল্যের প্রেরণায় আবার জুটি হয়ে নাটকে অভিনয় করলেন জনপ্রিয় দুই তারকা মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। নাট্যনির্মাতা সৈয়দ শাকিলের পরিচালনায় এ নাটকের নাম ‘টোনাটুনির সংসার’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় ভিন্ন ধরনের এ গল্পে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ ও তানিয়া। পরিচালক সৈয়দ শাকিল জানান, ‘টোনাটুনির সংসার’ নাটকটি আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের পর ‘বিন্দু ভিশন’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে। মোশাররফ করিম বলেন, ‘দাম্পত্য জীবনে বেশ কয়েক বছর পর এসে স্বামী খেয়াল করে দেখল যে, তার কোনোকিছুই স্ত্রীর ভালো লাগে না। কাপড়, খাবার, চলাফেরা অর্থাৎ স্বামীর সবকিছুতেই স্ত্রীর অসন্তুষ্টি। কীভাবে স্ত্রীর মনে আগের মতো ভালোবাসা ফেরানো যায় এবং সেই ভালোবাসা ফেরাতে গিয়ে ঘটে যাওয়া নানা নাটকীয় ঘটনা নিয়েই তৈরি হয়েছে নাটকটি। বেশ মজা পেয়েছি অভিনয় করে।’
সৈয়দ শাকিল জানান, এর আগে তাঁর পরিচালনায় মোশাররফ করিম ‘মিস্টিরিয়াস জার্নি’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। শিগগিরই তাঁকে নিয়ে সৈয়দ শাকিল আরও বড় পরিসরে একটি কাজ করবেনও বলে জানালেন।