শীর্ষ অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘ সময় ধরে টিভিনাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করছেন সদর্পে। বেশ কয়েক বছর হলো দুই বাংলায় ওটিটি ও চলচ্চিত্রে কিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দিয়েছেন এ ভার্সেটাইল অভিনেতা। ঈদে আসছে তাঁর ‘চক্কর ৩০২’। এ তারকার সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
শুটিংয়ে আছেন?
হুমম। একটি ঈদের নাটকের শুটিং করছি পুবাইলে। নাম ‘জামাই বউ ব্লগার’। মেহেদী হাসানের রচনায় এটি নির্মাণ করছেন অভ্র মাহমুদ। আমার সঙ্গে অভিনয় করছেন আবদুল্লাহ রানা ভাই, তানিয়া বৃষ্টি ও জাভেদ গাজী। এটি বাংলাভিশনের জন্য নির্মিত।
গল্পটি কেমন ধরনের?
একটু অদ্ভুুত ধরনের। জামাই এবং বউ দুজন দুই ধরনের ব্লগার। একেকজনের ভিডিওর বিষয় এক। দুজনের কনটেন্ট ও ফলোয়ার নিয়ে দুজনের নানা আপত্তি। কিন্তু দুজনই ভিডিও করতে করতে জীবনের ব্যক্তিগত সবকিছুই তুলে আনে ভিডিওতে। মূলত এর নেতিবাচক প্রভাব এবং প্রেমের পুনর্বাসন নিয়ে সাজানো এ গল্পটি।
অবশেষে সবাইকে টক্কর দিতে ‘চক্কর ৩০২’ নিয়ে হাজির হচ্ছেন, সত্যি?
রোজার ঈদে ‘চক্কর ৩০২’ মুক্তি পাবে বলে জেনেছি এ সিনেমার নির্মাতা শরাফ আহমেদ জীবনের কাছ থেকে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুনেছি কিছুদিন পর থেকে টানা প্রচার শুরু হবে। টিজার, ট্রেইলার, গান প্রকাশসহ প্রচারের আরও পরিকল্পনা আছে নির্মাতার। আপনাকে একজন তদন্ত কর্মকর্তার চরিত্রে দেখা যাবে... খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প উঠে এসেছে সিনেমায়। সেই গল্প তদন্ত কর্মকর্তা মইনুলকে ঘিরেই এগিয়েছে।
আর বিলডাকিনী?
‘বিলডাকিনী’র মুক্তির পরিকল্পনা করা হচ্ছে পয়লা বৈশাখে। তবে নির্মাতা ফজলুল কবির তুহিন আরও ভালো বলতে পারবেন।
সুমন আনোয়ারের ‘মির্জা’র কাজ কি শেষ?
হুমম, অনেক আগেই শেষ হয়েছে। এটি বঙ্গর একটি ওয়েব কনটেন্ট। আমার কাছে তো ভালোই মনে হয়েছে কাজটি। আশা করছি, সবার ভালো লাগবে।
আগে কমেডিনির্ভর কাজ বেশি হয়েছে। এখন তো মানবিক গল্পের নাটক নির্মিত হচ্ছে...
আমার কাছে তো কোনো গল্পকেই অমানবিক মনে হয় না। যেমন একটা নিছক হাসির গল্পও মানবিক। এ অর্থে মানবিক যে সেটি বিনোদন দেয়। আর মানুষকে যখন সেই কাজটি বিনোদিত করে তখন তার মন ভালো হয়ে যায়। তো সেটা মানুষের কাজে লাগছে। কথা হচ্ছে, সব ধরনের কাজই হওয়া উচিত। তবে হয়ে ওঠাটা জরুরি আর কি! কমেডি হোক, ট্র্যাজেডি হোক, থ্রিলার হোক বা পারিবারিক হোক বা অন্য ধরনের কিছু- আসলে একই ধরনের কাজ ক্রমাগত হতে থাকলে তাতে একটা বন্ধ্যত্ব তৈরি হয়। তাতে একটা বিরক্তির সৃষ্টি করে। এটা নির্মাতার জন্যই কিন্তু সুখকর না।
ভবিষ্যৎ স্বপ্ন...
আমি আসলে কোনো কিছুই খুব বেশি এক্সিকিউট করতে পারি না। একটু স্বপ্নচারী। স্বপ্ন দেখেই শেষ হয়ে যায়।