শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিব সারোয়ার। একাধারে তিনি সুরকার, সংগীত পরিচালক ও গীতিকারও। জাদুকরি কণ্ঠের কারণে শ্রোতাদের কাছে তাঁর গাওয়া প্রায় সব গানই শ্রুতিমধুর। তাঁর গানে আলাদা একটা দরদ রয়েছে। ‘মেঘমিলনে’ থেকে ‘গা ছুঁয়ে বল’ সব গানই যেন আলাদা রকমের গল্পকথার। তাঁর সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল
সামনে কী কী গান আসছে?
অনেক প্রজেক্ট আসছে সামনে। এর মধ্যে পড়শী ও আমার ডুয়েট গান ‘আমার হয়ে থাক’, কণার সঙ্গে ‘প্রেমিক রসিয়া’ এবং অবন্তি সিঁথির সঙ্গে আরেকটা গান আসবে। এটির নাম এখনো ঠিক করিনি। আর বেশ কিছু সলো গান আসবে প্রযোজনা সংস্থার ব্যানারে।
বছরের শুরু থেকে এ পর্যন্ত বেশ কিছু গান করেছেন। সেগুলোর রেসপন্স কেমন?
রেসপন্স তো অনেক ভালো। এর মধ্যে অবন্তি সিঁথির সঙ্গে ‘প্রেমের টানে’ নিয়ে অনেক প্রশংসা পাচ্ছি। সাজিদ সরকারের মিউজিক ও মাস্টারিংয়ে গানটি লেখা ও সুর করা আমার। মডেল হিসেবে ছিলেন মারিয়া শান্ত। অন্যদিকে সম্প্রতি ‘বন্ধুয়ারে’ নামে আরেকটি গান করেছি, যেটি আমার লেখা ও সুর করা। সংগীতায়োজনে সাজিদ সরকার। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। যেখানে মডেল হিসেবে ছিলাম আমি ও আফসানা সিফা। এটির রেসপন্স ভালো।
র্যাপ গানও করছেন...
হুমম। তবে আমি শুধুই মিউজিক করছি, র্যাপ করেছে জাহিদ হোসেন হৃদয়। ‘টু পার্সেন্ট’ ও ‘ভালোবাসা যত মনে লয়’ গান দুটি সে গেয়েছে। জাহিদ খুবই পরিচিত সবার কাছে। সে চায়ের দোকানদার হলেও ভালো র্যাপ করে। অনেক গানও করেছে সে।
নিজের ইউটিউব চ্যানেলের খবর...
আসলে আমি অন্য কোম্পানির জন্য এত ব্যস্ত থাকি যে, নিজের চ্যানেলে সময় দিতে পারি না। যদিও চ্যানেলের বয়স প্রায় ১৫ বছর। দেখা যাক, সামনে হয়তো কিছু গান করতে পারি।
ফের প্লেব্যাকে কবে পাবে ভক্তরা?
রায়হান রাফি আমার ভাই-বন্ধু। অলরেডি তাঁর সঙ্গে মিটিং হয়েছে। রাফির একটি প্রজেক্টে গান করতে পারি। থিম দিলে গানের কাজে হাত দেব।
আর নাটকের গান?
নাটকের গান তো অনেক করছি। তবে সেগুলোর নাম ডিরেক্টর প্রকাশ করতে নিষেধ করেছেন।
নিজের গানে নিজেই মডেল...
আসলে আমি কখনো মডেল হতে চাইনি। কিন্তু ২০১১ সালে তানিম রহমান অংশু ভাইয়ের নির্মাণে যখন ‘মেঘমিলনে’ সবাই পছন্দ করল, সে সময় থেকে নিজেই এখন মডেল হই।
এ মাসে ইসলামি গান করছেন কি?
হ্যাঁ। অনেক হামদ-নাত, ইসলামি গান প্রস্তুত করেছি। এ মাসের মধ্যে সেগুলো এক এক করে রিলিজ হবে। আমি কিন্তু এর আগের বছর রমজান মাসে হামদ-নাত করেছিলাম। রেসপন্স ভালো ছিল। এর আগে নিজ কণ্ঠে মিউজিক ছাড়া ‘আজান’ রেকর্ড করে প্রকাশ করেছিলাম। সবাই পছন্দ করেছিল।
বন্ধু-বান্ধবীরা তো বিয়ে করে সংসার করছে। আপনি কবে বিয়ে করবেন?
আমি এখন মিউজিক নিয়ে খুবই বিজি। আপাতত বিয়েশাদি নিয়ে কোনো পরিকল্পনা নেই। তবে হ্যাঁ, দুই-তিন বছর পর বিয়ে নিয়ে চিন্তা করা যেতে পারে।