চিত্রনায়িকা পূজা চেরি। এখন কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যস্ততার মধ্যেই মালয়েশিয়া ঘুরে গেলেন এ অভিনেত্রী। সম্প্রতি মালয়েশিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে আলাপকালে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ নায়িকা বলেন, ‘আমার এতদূর আসার পেছনে দর্শকদের পাশাপাশি সাংবাদিক ভাইদেরও অবদান কম নয়। তাঁরা সবসময়ই আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। তাই সাংবাদিক ভাইদের প্রতি আমি সবসময়ই চিরকৃতজ্ঞ।’ প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে পূজা বলেন, ‘আমি যখন বিদেশে যাই, তখন একজন বাঙালিকে দেখলেই মনে হয় আমার বাংলাদেশকে পেয়ে গেছি। মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে। এ জন্যই আপনাদের টানে এখানে এসেছি।’ পূজা আরও বলেন, ‘আমি সবার উদ্দেশে একটা কথাই বলব যে, বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। কারণ সবার আগে দেশ।’