বলিউডে ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’ ছবিটি। এতে তার নায়িকা হলেন রাশমিকা মান্দানা। ‘সিকান্দার’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ৩০.০৬ কোটি রুপি। দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দিন (সোমবার) আয় বেড়ে দাঁড়ায় ৩৯.৩৭ কোটি রুপিতে। এদিন শুধু ভারতেই আয় করেছে ৩৩.৩৬ কোটি রুপি। বক্স অফিসের হিসাব মতে সোমবার বিকালের শোতে সিনেমাটি ২৬.৭০ শতাংশ, সন্ধ্যার শোতে ৩০.১৮ শতাংশ এবং রাতের শোতে ৩৩.১২ শতাংশ দর্শক দেখেছে। অনেকে ‘সিকান্দার’কে ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ এর আয়ের সঙ্গে তুলনা টেনেছেন। সেই হিসাবে ‘পুষ্পা-২’ এর প্রথম দিনের আয়ের তুলনায় অনেক পিছিয়ে আছে ‘সিকান্দার’। প্রথম দিনে ‘পুষ্পা-২’ ৬৭ কোটি রুপি আয় করেছিল। যেখানে ‘সিকান্দার’ আয় করেছে ৩০.০৬ কোটি রুপি। ২০২৩ সালের ঈদে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছিল। সিনোটির প্রথম দিনের ব্যবসা ছিল ১৫. ৮১ কোটি রুপি। প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের দাপট দেখা যায়নি। সে বছরেও অনুরাগীদের হৃদয় স্পর্শ করতে পারেননি সালমান। পরের বছর ঈদে সালমানের কোনো সিনেমা মুক্তি পায়নি। স্বাভাবিকভাবেই ২০২৪ সালে যখন ‘সিকান্দার’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হলো, তখন থেকেই ভক্তদের অপেক্ষার পালা শুরু।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে- ভারতজুড়ে প্রথম দিন ‘সিকান্দার’ ৩০.৬ কোটি রুপি ব্যবসা করেছে। যা বছর দুয়েক আগের সিনেমার দ্বিগুণ। সারা বিশ্বে সেই ব্যবসার পরিমাণ ২৫৪ কোটি রুপি। তরণ আদর্শ, কোমল নাহাতার মতো জাতীয় স্তরের বাণিজ্য বিশ্লেষকরা জানিয়েছেন, অনুরাগীদের আশা পূরণে ব্যর্থ হয়েছেন ভাইজান। ফলে পরিবেশকরা যে ব্যবসার আশা করেছিলেন সেটা তারা পাননি। এদিকে বিভিন্ন সংবাদমাধ্যম ‘সিকান্দার’-এর সমালোচনায় মুখর রয়েছে। তাদের দাবি- সিনেমায় সালমান থাকলেও অভিনেতার উপস্থিতি নিয়ে দর্শকদের সেই মুগ্ধতা লক্ষ্য করা যাচ্ছে না।