কত যে লজ্জাজনক তথ্যের মুখোমুখি হতে হচ্ছে জাতিকে! বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত আলোচনা সভায় তুলে ধরা গবেষণা তথ্যে দেখা গেল- দেশ থেকে পাচার হওয়া মোট অর্থের প্রায় ৭৫ শতাংশই হয় বাণিজ্যের মাধ্যমে। আমদানি ও রপ্তানির সময় মিথ্যা ঘোষণা দিয়ে এই মোটা টাকা পাচার হয়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রণীত গবেষণাপত্রে বলা হয়েছে, ২০১৫ সালের অর্থ পাচার প্রতিরোধ আইন সংশোধনের পর টাকা পাচারের ৯৫টি ঘটনা নিয়ে কাজ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দেখা যায়, এর সবগুলোই করা হয়েছে বাণিজ্যের মাধ্যমে এবং তার আর্থিক পরিমাণ ৩ হাজার কোটি টাকারও বেশি। অর্থ পাচারে অপরাধীদের বাণিজ্য চ্যানেল ব্যবহারের পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। যেমন বাণিজ্যের নামে মোটা অঙ্কের অর্থ নেওয়া যায়। অন্য যে কোনো মাধ্যমের চেয়ে বাণিজ্যের মাধ্যমে অনেক বেশি পরিমাণ অর্থ লেনদেন সম্ভব হয়। ফলে এ মাধ্যমে বিশাল অঙ্কের টাকা পাচারের সুযোগটা নিতে চায় অপরাধীরা। বিশেষজ্ঞদের অভিমত, কম দাম দেখিয়ে আমদানি-রপ্তানির মাধ্যমেও অর্থ পাচার হয়; যা বাণিজ্য অর্থায়নের মধ্যেই পড়ে। বেশির ভাগ ক্ষেত্রেই বাণিজ্য এমনভাবে করা হয়, সাধারণ দৃষ্টিতে সব ঠিকঠাক মনে হয়। তবে ভিতরে অন্য কিছু লুকানো থাকে। অনেক সময় চোখে ধুলো দেওয়ার মতো ঘটনাও ঘটে। বলা হয় এক কথা, ভিতরে অন্য কিছু চলে। গবেষণা প্রবন্ধে উপস্থাপিত তথ্য, চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির ২০২৪ সালে প্রকাশিত তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে বাণিজ্যের আড়ালে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। যা জিডিপির প্রায় সাড়ে ৩ শতাংশ। মূলত বস্ত্র, ভোগ্য ও জ্বালানি পণ্য আমদানিতে এ অর্থ পাচার হয়। বাণিজ্যভিত্তিক অর্থ পাচার প্রতিরোধে দেশের সুরক্ষা কাঠামোতে দুর্বলতা থাকায় এটি সম্ভব হয়েছে। এ দুর্বলতা কাটিয়ে সক্ষমতা অর্জনে সুদক্ষ জনবল গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রয়োজন প্রযুক্তিগত সক্ষমতা। এ দুয়ের সূক্ষ্ম ছাঁকনিতে যেন ধুরন্ধর অপরাধীদের কূটকৌশলও ধরা পড়ে যায়। বন্ধ হয় অর্থ পাচার।
শিরোনাম
- ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা কিছুটা কমতে পারে
- পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু
- সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স : ম্যাক্রোঁ
- আমরা ভালো ব্যাটিং করতে পারিনি : লিটন
- কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী
- মৃত্যুর আগে মাহতাবের শেষ কথা, ‘বাবা আমার জন্য টেনশন করো না'
- মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে যা বললেন সেফুদা
- গুজবে সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ন করে লাভ কার
- বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন, আশঙ্কাজনক অবস্থায় ৬
- কত খরচ সংস্কার কমিশনে?
- প্রতিযোগীদের কম শুল্কই বড় চ্যালেঞ্জ
- ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ সেই মায়ের লাশ মিলল ডিএনএ পরীক্ষায়
- রিজার্ভ বেড়ে আবারও ৩০ বিলিয়ন ডলার
- স্বর্ণের দাম কমেছে
- ১২৩ বাংলাদেশিকে মালয়েশিয়ার বিমানবন্দরে প্রবেশে বাধা
- চীনের চিকিৎসক দল ঢাকায়
- ইসরায়েলের বিরুদ্ধে গাজা গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে ব্রাজিল
- মাইক্রোসফটের সার্ভার নিরাপত্তা হুমকিতে!
- কিশোর হত্যা মামলা: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে
- এপ্রিলেই আসছে মাইকেল জ্যাকসন!
বিদেশে অর্থ পাচার
প্রতিরোধে কঠোর হতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর