মাত্র দুই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নজরকাড়া পারফরম্যান্সে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নিজেকে শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামলে একটি বিশেষ মাইলফলক ছুঁতে পারেন তিনি। সেই সঙ্গে ছাড়িয়ে যেতে পারেন সাকিব আল হাসানকেও।
রিশাদ এরই মধ্যে ৪০ ম্যাচে নিয়েছেন ৪৮ উইকেট। আজ মাত্র ২ উইকেট পেলেই তিনি হবেন বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের ক্লাবে নাম লেখাবেন। তবে লেগ স্পিনার হিসেবে তিনিই হবেন প্রথম। শুধু তাই নয়, এই কীর্তি গড়লে সাকিব আল হাসানকেও পেছনে ফেলবেন দ্রুততম ৫০ উইকেটের দৌড়ে। সাকিব যেখানে ৫০ উইকেটের দেখা পেয়েছেন ৪২ ম্যাচে, রিশাদ তা করে ফেলবেন ৪১ ম্যাচেই।
বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড এখনো মোস্তাফিজুর রহমানের দখলে। মাত্র ৩৩ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছেছিলেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলামও রয়েছেন এই ক্লাবে।
বিশ্ব ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড বতসোয়ানার ধ্রুবকুমার মাইসুরিয়ার, মাত্র ২২ ম্যাচে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস (২৬ ম্যাচ)।
বিডি প্রতিদিন/মুসা