দেশের স্বার্থেই সাধারণ নির্বাচন দ্রুত সম্পন্ন করা ১৮ কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা এমনকি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যে চতুর্মুখী সংকট অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে তা মোকাবিলায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই। দুনিয়াজুড়েই দেশ পরিচালনায় রাজনীতিকদের ভূমিকার ওপর জোর দেওয়া হয়। সুশীলদের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক বছর আগে ক্ষমতায় এসেছিল দেশের ১৮ কোটি মানুষের সমর্থনে। তারপরও জনগণের সঙ্গে সম্পর্কহীন অরাজনৈতিক সরকারের আমলে দেশ এগিয়ে যাওয়ার বদলে সর্বক্ষেত্রে পিছিয়ে পড়ছে। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা সিটিতে টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর আয়োজিত ‘সংকট উত্তরণে সংসদ নির্বাচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, রাজনীতি বিশ্লেষক, রাজনৈতিক নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেছেন, সংকট মোকাবিলায় এখনই চাই নির্বাচিত সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বলেছেন, ‘রাষ্ট্র ভঙ্গুর অবস্থায় রয়েছে। চতুর্মুখী সংকটে ভুগছে। উত্তরণে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়া দরকার। নির্বাচিত সরকার সংকট উত্তরণে কাজ করবে। নির্বাচন না হলে যে সংকট তৈরি হবে, তা ভাবাও কঠিন। এর জন্য রাজনৈতিক সমঝোতাও প্রয়োজন।’ গোলটেবিল বৈঠকে বলা হয়, ‘সংস্কার ও নির্বাচন একই সঙ্গে চলতে পারে। সংস্কার তার মতো করে এগিয়ে যাবে, একই সঙ্গে এগিয়ে যাবে নির্বাচন প্রক্রিয়াও। সংস্কার ও নির্বাচন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। নতুন নতুন ইস্যু সৃষ্টি করে সংস্কার ও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে, যা জাতিকে গভীর সংকটে ফেলে দিচ্ছে। গোলটেবিল বৈঠকে বুদ্ধিবৃত্তির সঙ্গে জড়িত বিশিষ্টজনদের বক্তব্য খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। স্বীকার করতেই হবে স্বাধীনতাসহ এ জাতির সব অর্জনই এসেছে রাজনীতিকদের নেতৃত্বে। বাংলাদেশ যে আজ সবচেয়ে পিছিয়ে থাকা দেশ থেকে বিশ্বের ৩৪তম অর্থনীতি এটি সম্ভব হয়েছে রাজনৈতিক সরকারের অবদানে। দেশের অস্তিত্বের স্বার্থেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই।
শিরোনাম
- সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধায় বিশ্বব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- স্বাভাবিক জনজীবনে ফিরছে খাগড়াছড়ি
- মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- হংকংয়ে মার্কিন কূটনীতিককে কঠোর সতর্কবার্তা চীনের
- মার্কিন সরকারে দ্বিতীয় দিনে গড়িয়েছে শাটডাউন
- হ্যাকারদের কবলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ
- জার্মান সেনাবাহিনী শক্তিশালী করার ঘোষণায় কড়া মন্তব্য পুতিনের
- ফ্লোটিলা সদস্যদের আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা
- বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে কঠিন পরীক্ষায় জার্মানি
- পানি সংকটে রাজধানী সরাচ্ছে ইরান
- মধ্যপ্রাচ্যের ‘৩ হাজার বছরের’ সংঘাত সমাধান করব : ট্রাম্প
- ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবী অপহরণের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে
- কেনিয়াকে কাঁদিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার
- দীর্ঘ বিরতির পর ভারত-চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু
- গাজার পথে সুমুদ ফ্লোটিলা আটক, বিশ্বজুড়ে বিক্ষোভ-ক্ষোভ
- মধ্যপ্রদেশে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় ট্রলি লেকে পড়ে ১১ জনের মৃত্যু
- এখনো গাজার দিকে এগোচ্ছে সুমুদ ফ্লোটিলার ‘দ্য ম্যারিনেট’ জাহাজ
- মালয়েশিয়ায় বন্দী বাংলাদেশির পরিচয় জানতে হাইকমিশনের বিজ্ঞপ্তি
- ছিনতাই হওয়া মোবাইল যায় কোথায়
জাতীয় নির্বাচন
সংকট মোচনের প্রকৃষ্ট উপায়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর