গোপালগঞ্জের কাশিয়ানীতে চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। এ সময় বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ সেবা প্রদান করা হয়।
‘দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ’ এ শ্লোগান নিয়ে আজ বুধবার সকালে কাশিয়ানী উপজেলার ব্রাক কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।
এ সময় ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজিব কুমার সরদার, সাউথ ডিভিশনের ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. জামির আলী, জেলা সমন্বয়ক মো. আব্দুল্লাহ আল ফারুক, কাশিয়ানী ব্রাঞ্চের ম্যানেজার অরুপ দত্তসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক চক্ষু রোগীকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি তাদেরকে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া যাদের চোখে ছানিসহ অন্যান্য জটিল সমস্যা রয়েছে তাদের বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানান ব্রাক কর্মকর্তা।
ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজিব কুমার সরদার বলেন, বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চক্ষু রোগ একটি সাধারণ সমস্যা। বিশেষত ৪০ বছরের উপরের বয়সীরা প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি), ছানি, চোখের ব্যথাসহ নানা সমস্যায় ভোগেন। সমাধান সহজ হলেও দারিদ্র্যতা, স্বাস্থ্যসেবার অভাব ও সচেতনার অভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। সময়মতো চিকিৎসা না নেয়ায় দৃষ্টিশক্তির অবনতি ঘটে যা ব্যক্তিগত, পারিবারিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর।
এজন্য ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় গ্রামীণ এসব মানুষকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া যাদের চোখে ছানিসহ অন্যান্য জটিল সমস্যা রয়েছে তাদের বিনামূল্যে অপারেশন করা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/জামশেদ