স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এটি যেমন খুশির খবর- একই সঙ্গে ঝুঁকিরও। উন্নয়নশীল দেশের কাতারে উঠলে শিল্পোন্নত দেশগুলো বাংলাদেশকে তাদের সহযোগী হিসেবে ভাববে। পদ্মা মেঘনা যমুনা বুড়িগঙ্গা পাড়ের দেশ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটবে। তবে স্বল্পোন্নত দেশ হিসেবে এতদিন উন্নত দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ যে অনুকম্পা পেত, তারও অবসান ঘটবে একই সঙ্গে। গত কয়েক বছর উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি চললেও এ-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না, তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ওষুধশিল্প। নির্দিষ্ট কোম্পানি থেকে কাঁচামালও কিনতে হবে বেশি দামে। মেধাস্বত্ব ছাড় সুবিধা বাতিল হলে ওষুধের দাম বাড়ার চ্যালেঞ্জ সৃষ্টি হবে। এ অবস্থায় যথাশিগগির প্যাটেন্ট প্রোডাক্টগুলো অনুমোদন করে রাখার পরামর্শ দিয়েছে ওষুধশিল্প প্রতিষ্ঠানগুলো। নয়তো কয়েক গুণ বেশি দামে রোগীদের কিনতে হবে জীবন রক্ষাকারী ওষুধ। ছোটবড় মিলিয়ে বর্তমানে দেশে ৩০৭টি ওষুধ কোম্পানি রয়েছে। বিশ্বের ১৫০টির বেশি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। গত বছর ওষুধের বাজার ছিল ২ দশমিক ৯২ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এ বাজারের পরিমাণ দাঁড়াবে ৬ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। রিসার্ভ ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বাংলাদেশ ও ভারতের কোম্পানিগুলো ওষুধ উৎপাদন করে। মৌলিক গবেষণার মাধ্যমে ওষুধ উদ্ভাবন ও উৎপাদনের মতো আর্থিক সক্ষমতা এ দেশের কোম্পানিগুলোর নেই। এজন্য যে বিপুল বিনিয়োগের প্রয়োজন হয়, সে সামর্থ্য নেই বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর। বিশ্ববাণিজ্য সংস্থার সঙ্গে সদস্য দেশগুলোর ১৯৯৪ সালের চুক্তি অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলো ২০২৯ সাল পর্যন্ত কোনো প্যাটেন্ট ফি ছাড়াই ওষুধ উৎপাদন করতে পারবে। তার আগে কীভাবে দেশে ওষুধের উপকরণ তৈরি করা যায়, সে যোগ্যতা অর্জনের চেষ্টা চালাতে হবে এখন থেকেই।
শিরোনাম
- ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন : আপিল বিভাগ
- ফিলিস্তিনিদের ত্রাণ নিতেও দিচ্ছে না ইসরায়েল, ১০ জনকে হত্যা
- নগরভবনের সামনে আজও ইশরাক সমর্থকদের অবস্থান
- বাংলাদেশের শান্তিসেনাদের অভিবাদন
- বৈরী আবহাওয়ায় বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ
- হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ
- পাঞ্জাবের অনেক বাসিন্দাই অন্য দলকে সমর্থন করে : অর্শদীপ
- উপদেষ্টা বলেছেন আমাকে ‘কন্টিনিউ’ করাতে চান না: ফারুক আহমেদ
- সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে কাজ করছি
- বৈরী আবহাওয়া: বরিশাল থেকে ছোট লঞ্চ চলাচল বন্ধ
- ঢাকাসহ ৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
- তিন বিভাগেই ব্যর্থ দল
- সচিবালয়ে কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি
- বাংলাদেশ ব্যাংকে ‘আয়নাবাজি’: ১২ বছর পর ধরা নকল ‘আনসারী’
- ম্যারাডোনার ‘হত্যা মামলা’ থেকে সরে দাঁড়ালেন বিচারক!
- আইপিএল প্লে-অফে থাকছেন না যেসব বিদেশি ক্রিকেটার
- ঘুরে দাঁড়ানোর প্রত্যয় লিটনের
- রাজধানীসহ সারা দেশে বৃষ্টি
- শীর্ষস্থান ধরে রাখলেন জো রুট
- ৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন
ওষুধ উৎপাদন
চ্যালেঞ্জ মোকাবিলায় পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর