রাজধানীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে শক্তি পরীক্ষা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কথায় কথায় বচসায় লিপ্ত হয় এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষে জড়ান দুপুর পৌনে ১২টায়। বাঁশ, কাঠ ও লাঠি নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর চড়াও হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় টিচার্স ট্রেনিং কলেজের সামনে। অন্যদিকে সায়েন্স ল্যাবে অবস্থান নেয় সিটি কলেজের ছাত্ররা। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষে উভয় কলেজের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা চার ঘণ্টা চলা এ সংঘর্ষে সায়েন্স ল্যাব মোড় ও আশেপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে সাধারণ মানুষ, পথচারী ও রোগী নিয়ে স্বজনরা ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উভয় কলেজের শিক্ষকরা চেষ্টা চালান। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকাল ৪টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি শান্ত রাখতে ঢাকা ও সিটি কলেজ কর্তৃপক্ষ বুধ ও বৃহস্পতিবার দুই দিনের ছুটি ঘোষণা করেন। সোমবার ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর ও অশ্লীল ছবি ধারণ করে সিটি কলেজের ছাত্ররা- এ অভিযোগে মঙ্গলবার ফুঁসে ওঠে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে পুলিশ সূত্রে বলা হয়েছে, সংঘর্ষের সূত্রপাত ভুল বোঝাবুঝির কারণে। সংঘর্ষ চলাকালে যানবাহনেও হামলা চালানো হয়। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত দুটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে মহানগরীর বেশির ভাগ এলাকা মঙ্গলবার যানজটে আক্রান্ত হয়। ভোগান্তির মুখে পড়ে লাখ লাখ পথচারী ও যানবাহনের যাত্রী। কারণে-অকারণে সংঘর্ষে লিপ্ত হওয়া দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুনামের জন্য বিড়ম্বনা ডেকে আনছে। যা কোনোভাবে প্রত্যাশিত নয়। নাগরিক ভোগান্তি এড়াতে এ ব্যাপারে তারা সুমতির পরিচয় দেবেন- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর ভিত্তিহীন: পিএসসি
- পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
- কুয়েটের ভিসি-প্রোভিসিকে সরিয়ে দিচ্ছে সরকার
- পাকিস্তানিদের ভারত ছাড়তে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিল মোদি সরকার
- আর্থনা সম্মেলনে শীর্ষ নেতাদের নিয়ে টিএএস চেয়ারম্যানের লাঞ্চ মিটিং
- এলডিসি থেকে উত্তরণ : জাতীয় সংলাপ করে সিদ্ধান্ত নিতে হবে
- দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, ডাক পেলেন এনামুল
- কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ
- ২০ বছর ধরে কোমায় সৌদি যুবরাজ, ৩৬তম জন্মদিনও কাটল হাসপাতালের বিছানায়
- ঢাকা কলেজ-সিটি কলেজের সংঘর্ষ এড়াতে সমঝোতা চুক্তি হচ্ছে
- কাশ্মীরগামী পর্যটকদের বুকিং বাতিলের হিড়িক
- তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর ৫১টি আফটারশক
- ‘দলকানা ভিসিদের বিরুদ্ধে অ্যাকশন জরুরি, রাস্তায় নামতে প্রস্তুত’
- রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করছেন চীনারা, অভিযোগ জেলেনস্কির
- পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক
- নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচালের ষড়যন্ত্র চলছে : প্রিন্স
- পারভেজ হত্যা মামলার আরেক আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- 'পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি'
- ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের সংঘর্ষ
এ প্রবণতা প্রত্যাশিত নয়
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর