শরীয়তপুরের জাজিরায় শনিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারের লড়াইয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে পুরো এলাকা। উপজেলার বিলাসপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও পরাজিত প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল আধিপত্য বিস্তারের প্রতিদ্বন্দ্বিতা। এ নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষে সংঘর্ষও হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছে। অনেকের হাতে বালতি ও মাথায় হেলমেট। বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে। পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভাষ্য, দুই পক্ষই শক্তিশালী হাতবোমা বানানোর ব্যাপারে দক্ষ। প্রশ্ন উঠেছে এটি জানা সত্ত্বেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এতদিন পদক্ষেপ নেওয়া হয়নি কেন? খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে বিশৃঙ্খলার বিস্তৃতি ঠেকাতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। স্মর্তব্য, চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব সৃষ্টি হয়। জুলাই অভ্যুত্থানের পর দেশের সব স্থানীয় সরকার বাতিল হয়ে যায়। জাজিরায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদও শূন্য। আওয়ামী লীগের শীর্ষনেতাদের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের এক বড় অংশ পলাতক। তারপরও শরীয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষ আধিপত্য বিস্তারের লড়াই চালিয়ে যাওয়ার দুঃসাহস দেখাচ্ছে। দেশের আইনশৃঙ্খলার জন্য ডেকে আনছে অস্বস্তি। আমরা আশা করব, সংঘর্ষে লিপ্ত দুই পক্ষকে আইনের আওতায় আনতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা নেবে। হাতবোমা বানানোর কারিগরদের পাকড়াওয়ে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।
শিরোনাম
- বাংলাদেশি হামজার স্বপ্নভঙ্গ, প্রিমিয়ার লিগে ফিরল না শেফিল্ড
- শহীদ মিনারে হাসানের জানাজায় ছাত্রনেতারা
- ‘আলী’র বিশ্বজয়, বাংলাদেশি চলচ্চিত্র পেল কানে বিশেষ স্বীকৃতি
- মুস্তাফিজের দারুণ বোলিং, জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি
- আলোচিত আওয়ামী লীগ নেত্রী তুশি আটক
- মেডিকেল ছাত্রের আত্মহনন, সুইসাইড নোটে ‘বিশ্রাম চাই’
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সাইটে সাইবার হামলা
- আমরা ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি : নাহিদ ইসলাম
- পয়ঃবর্জ্য খালে ফেললে লাল রঙে চিহ্নিত হবে বাড়ি
- চাঁদপুরের আওয়ামী লীগ নেতা শামীম ঢাকায় গ্রেফতার
- ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধে বাধ্য হবে শিল্পকারখানা : উপদেষ্টা রিজওয়ানা
- ঈদে ৫ দিন সব পত্রিকা বন্ধ চায় হকার্স কল্যাণ সমিতি
- কুড়িয়ে পাওয়া ৮ দিনের সেই শিশুর বাবা-মায়ের পরিচয় মিলেছে
- নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত
- কবি নজরুলের জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় উৎসব কুমিল্লায়
- সংস্কারের নামে নির্বাচন ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই: নজরুল ইসলাম খান
- যন্ত্রপাতির অভাবে জলাবদ্ধতা নিরসন হচ্ছে না : মেয়র শাহাদাত
- উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার রোডম্যাপ চাইল বিএনপি
- ক্রেতা নেই আলামপুর পশু হাটে, খরচ ওঠানোর দুশ্চিন্তায় খামারিরা
- বাগেরহাটে ১৭ বছর পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
শরীয়তপুরে যুদ্ধক্ষেত্র
ওদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন
