মানবিক কারণে আশ্রয় দেওয়া রোহিঙ্গারা বাংলাদেশের গলার কাঁটায় পরিণত হয়েছে। জাতিগত ও ধর্মীয় কারণে মিয়ানমারের বাস্তুচ্যুত এসব অধিবাসী বহু বছর ধরে বাংলাদেশে এসেছে। বড় জনঢল নেমেছে দুইবার। তাদের সংখ্যা এখন ১৪ লাখ ছাড়িয়ে গেছে। এদের নিয়ে ত্রিমুখী চাপে পড়েছে বাংলাদেশ। প্রকৃতি ও পরিবেশে ব্যাপক বিরূপ প্রভাব পড়েছে রোহিঙ্গাদের কারণে। উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক সংগঠনগুলো প্রতিশ্রুত সহায়তা অব্যাহত না রাখায় এদের পেছনে আনুষঙ্গিক ব্যয় মেটাতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। শুরু থেকেই নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে, কাজের খোঁজে শিবির থেকে বেরিয়ে রোহিঙ্গারা জনগণের মূলস্রোতে মিশে যেতে চেষ্টা করছে। জড়িয়ে পড়ছে নানা অপরাধে। ক্যাম্পের ভিতরেও মাদক চোরাচালান ও কারবার, খুনখারাবির মতো ভয়ংকর অপরাধ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এদের অনেকে কৌশলে পাসপোর্ট সংগ্রহ করে বিভিন্ন দেশে গিয়েও নানা ধরনের অপরাধে জড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তার ওপর আগামী মাস থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা কমিয়ে মাথাপিছু ৬ ডলারে নামানোর চিঠি দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এতে সরকারের ওপর অসহনীয় চাপ পড়বে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তৃতীয় কোনো দেশ বা অঞ্চলে রোহিঙ্গাদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও চীন ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো গতিই নেই। এই যখন সার্বিক বাস্তব অবস্থা, গতকাল থেকে বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আজ কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়ে সেখানে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন। জাতিসংঘ মহাসচিব, প্রধান উপদেষ্টা এবং তাঁদের সঙ্গে থাকা দেশিবিদেশি বিভিন্ন উন্নয়ন সহযোগী ও অংশীজনদের সরেজমিন পরিদর্শন এ ক্ষেত্রে কল্যাণকর ফলাফল বয়ে আনবে বলে আশা করা যায়। তাঁদের প্রাজ্ঞ চোখে পর্যবেক্ষণ ও অভিজ্ঞ-বিজ্ঞ বিশ্লেষণ রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ খুলে দিক- প্রত্যাশা করে বাংলাদেশ।
শিরোনাম
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় বিএনপি নেতা এ্যানির দুঃখ প্রকাশ
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
- মনিকগঞ্জে ঈদ উৎসবে গ্রামীন খেলা অনুষ্ঠিত
- অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: উপদেষ্টা মাহফুজ
রোহিঙ্গাসংকট
সমাধানের পথ খুলুক দ্রুত
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর