স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন আগে, তা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার নামে কোনো কোনো রাজনৈতিক দল আগে স্থানীয় সরকার নির্বাচনের তত্ত্ব হাজির করছে। তবে বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল প্রথমেই সংসদ নির্বাচনের পক্ষে। তাদের মতে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তাতে আওয়ামী লীগকে পুনর্বাসনে মদত জোগানো হবে। কারণ নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে স্থানীয় পর্যায়ে শক্তিশালী অবস্থানের কারণে আওয়ামী লীগ সমর্থকরা সুবিধাজনক পর্যায়ে আসতে সক্ষম হবে। জাতীয় নির্বাচনেও তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আত্মবিশ্বাস ফিরে পাবে। অভিযোগ উঠেছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘতর করার জন্য কোনো কোনো দল আগে স্থানীয় সরকার নির্বাচনের তত্ত্ব হাজির করছে। কারণ ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশনসহ সব নির্বাচন সম্পন্ন করতে এক বছরেরও বেশি সময় ব্যয় হবে। ফলে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন কোনোভাবেই চলতি বছর সম্পন্ন করা সম্ভব হবে না। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেখতে চায়। স্থানীয় নির্বাচন কিংবা সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেবে না, এমন আভাসও দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। অক্টোবরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা চায় বিএনপি। এ দাবিতে সারা দেশে একের পর এক কর্মসূচি পালন করার প্রস্তুতি নিচ্ছে তারা। এ বিষয়ে ইতোমধ্যে হাইকমান্ড থেকে সর্বস্তরে নির্দেশনা পাঠানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইনজীবীদের কর্মশালায় বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বই হচ্ছে যত দ্রুত সম্ভব জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর জাতীয় নির্বাচন উপহার দেওয়া। দলের মহাসচিব সাফ জানিয়ে দিয়েছেন, আগে স্থানীয় নির্বাচন আয়োজনের প্রশ্নই আসে না। শুধু স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো ধরনের নির্বাচন হবে না। ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে দ্রুত জাতীয় নির্বাচন সম্পন্ন করা সরকারের দায়িত্ব বলে বিবেচিত হওয়া উচিত। এ ব্যাপারে কোনো ফাঁদে পা দেওয়া হবে আত্মহননের শামিল।
শিরোনাম
- ঢাকাসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ সমাবেশ
- প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২
- ৮ দিন পর আখাউড়ায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
- পরিবেশ রক্ষায় ইতিবাচক মানসিকতা নিয়ে কাজের আহ্বান উপদেষ্টার
- সীমান্তে বিজিবি'র অভিযানে ২০ বার্মিজ গরু জব্দ
- ইসরায়েল সফরে গিয়ে অপমানিত দুই ব্রিটিশ নারী এমপি
- আইপিএলে ফিরতে প্রস্তুত বুমরাহ!
- এফবিজেএ'র নতুন কমিটি
- দুই দফা দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান
- বিয়েবাড়ির গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙলো বিয়ে
- ডায়াবেটিস রোগীদের আতঙ্ক
- দর্শক পেটাতে যাওয়া খুশদিলকে নিয়ে যা বলছে পিসিবি
- ‘গৃহকর্ত্রীও নির্যাতিতা হতে পারেন’ -পরীমনির সেই ইস্যুতে ফেসবুকে ন্যান্সি
- ১৭ হাজার শিশুর রক্তে রঞ্জিত গাজা, অনাথ ৩৯ হাজারের বেশি
- ফটিকছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে ২ জনকে গণধোলাই
- ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড
- টেকনাফে গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকালে একজন গ্রেফতার
- যুক্তরাজ্যের পার্লামেন্টে ফ্ল্যাট নিয়ে টিউলিপের মিথ্যাচার
- বিচার চেয়ে থানায় বৃদ্ধা, ‘ভিক্ষা করে কেনা মুরগি মেরে দিল কারা?’