ঈদের টানা নয় দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে রাজধানী ঢাকায় আবারও শুরু হয়েছে কর্মব্যস্ততা। সড়কে বেড়েছে মানুষের চলাচল, গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ। ধীরে ধীরে চেনা রূপে ফিরতে শুরু করেছে শহর।
সকাল থেকেই রাজধানীর বাসস্ট্যান্ডগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় বাসে তিল ধারণের জায়গা ছিল না। ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ফলে বিভিন্ন এলাকায় দেখা গেছে যানজটের চিত্র।
মতিঝিল, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বাড্ডা, শ্যামলী, কল্যাণপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার ও বাংলামটরসহ প্রধান সড়কগুলোতে সকাল সাড়ে ৮টার পর থেকে পরিবহন ও জনচাপ বাড়তে থাকে। ট্রাফিক পুলিশের সদস্যরাও যান চলাচল স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
গণপরিবহন মালিক ও শ্রমিকদের মতে, ঈদের ছুটির সময় যাত্রী সংকট থাকলেও এখন ধীরে ধীরে যাত্রী সংখ্যা বাড়ছে। অনেক বাস গতকাল থেকে চলাচল শুরু করলেও আজ থেকে সংখ্যা ও চাপ দুটোই বেড়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে প্রায় ১ কোটি ৭ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ঢাকায় ফিরেছেন ৪৪ লাখ সিম ব্যবহারকারী। তবে ৩ এপ্রিল সবচেয়ে বেশি মানুষ ফিরেছেন—প্রায় ১০ লাখ।
এখন ঢাকায় আগত মানুষের সংখ্যা বাড়ছে, যা রাজধানীর ব্যস্ততা ও জ্যামে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। দীর্ঘ ছুটির পর রাজধানী ঢাকায় আবারও শুরু হয়েছে পরিচিত কর্মচাঞ্চল্য। শহর ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার চিরচেনা ছন্দ। সূত্র: বাসস
বিডি প্রতিদিন/নাজিম