বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোকাবিলায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের অনুসন্ধান দল। এসব ঘটনা ঘটেছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে। জুলাই-আগস্টের আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে। গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, গ্রেপ্তার, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি, মধ্যযুগীয় নির্যাতন, চিকিৎসায় বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসবের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী। চব্বিশের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় সহিংসতায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ এবং গুরুতর আহত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের তথ্যানুসন্ধান দল। বুধবার জেনেভায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন; যার ১২-১৩ শতাংশ শিশু। বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর চালানো অস্ত্র ও শটগানের গুলিতে মারা যান। নিরস্ত্র নাগরিকের ওপর বিভিন্ন মারণাস্ত্রের গুলি চালানোর প্রমাণ পেয়েছে অনুসন্ধান দল। এতে হাজারো ছাত্র-জনতা আহত-পঙ্গু হয়েছেন। প্রায় ১২ হাজার মানুষকে র্যাব-পুলিশ গ্রেপ্তার করে। আন্দোলন দমনে গোয়েন্দা সংস্থাগুলোর প্রত্যক্ষভাবে মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এ পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে পাঁচটি ক্ষেত্রে ব্যাপক পরিসরে জরুরিভিত্তিক সংস্কারের ৪৪টি সুপারিশ করেছে জাতিসংঘ। সেগুলো হলো- জবাবদিহি ও বিচারব্যবস্থা; পুলিশ ও নিরাপত্তা বাহিনী; নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক সুশাসন। এ ছাড়াও র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। দল নিষিদ্ধ থেকে বিরত থাকা এবং মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবও দিয়েছে তারা। ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিরতরে বন্ধ এবং সাম্য-সম্প্রীতি-মর্যাদার প্রকৃত গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট খাতে সংস্কার জরুরি। এত প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন প্রেক্ষাপটে সেটাই প্রত্যাশা করে জাতি।
শিরোনাম
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
- সীমানা পেরিয়ে হামলা চালাল পাকিস্তানি সেনারা, ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন
জাতিসংঘের পাঁচ সুপারিশ
মানবাধিকার লঙ্ঘন আর যেন না হয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর