বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের জনপ্রত্যাশা বাস্তবে পরিণত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রস্তাবটি উঠেছিল এরশাদের শাসনামলে। কিন্তু বিচারাঙ্গনের সঙ্গে জড়িতদের বড় অংশের আপত্তিতে শেষ পর্যন্ত তা বাস্তবায়নের পরিকল্পনা থেকে সরে আসেন সেনাপতি শাসক এরশাদ। অন্তর্বর্তী সরকারের আমলে বিচারব্যবস্থায় সংস্কারের উদ্দেশ্যে যে কমিটি গঠিত হয়েছে তাঁরা তাঁদের প্রতিবেদনে এ বিষয়ে সুপারিশ করবেন বলে আভাস পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সারা দেশে ব্যাপক ঐকমত্য থাকায় তা বাস্তবায়িত হবে বলেও আশা করা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণে রাজধানীর বাইরে বিভাগীয় সদরে হাই কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রস্তাব করছে বিচার বিভাগ সংস্কার কমিশন। একই সঙ্গে উপজেলা পর্যায়েও আদালতের কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ থাকছে কমিশনের প্রতিবেদনে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বিচার কার্যক্রম আরও গতিশীল করতে ৩২ বিষয়ে সুপারিশ নিয়ে প্রতিবেদন ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদনে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ, শৃঙ্খলামূলক ব্যবস্থা এবং অপসারণ, ফৌজদারি অপরাধ তদন্তে পুলিশের বাইরে স্বতন্ত্র তদন্ত সংস্থা প্রতিষ্ঠা, বিচার বিভাগীয় পৃথক সচিবালয়, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিচার বিভাগসংশ্লিষ্ট সংবিধানের বিধানগুলো সংশোধনী; অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো, জনবল, নিয়োগ পদ্ধতি এবং নতুন পদ সৃজন; পর্যাপ্ত বাজেট, ভৌত অবকাঠামো ও লজিস্টিক ব্যবহারসহ অন্যান্য বিষয়ও তুলে ধরা হবে প্রতিবেদনে। বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর। এ লজ্জা কাটাতে মামলাজট হ্রাস, বিচারক ও সহায়ক জনবলের প্রশিক্ষণ, সামাজিক ও নৈতিক মূল্যবোধের উন্নয়ন এবং গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হবে প্রতিবেদনে। আশা করা হচ্ছে প্রতিবেদনটি গৃহীত ও বাস্তবায়িত হলে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমবে। মামলাজটের অভিশাপ থেকে মিলবে মুক্তি। বিচারব্যবস্থায় স্বচ্ছতাও নিশ্চিত হবে।
শিরোনাম
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
- সীমানা পেরিয়ে হামলা চালাল পাকিস্তানি সেনারা, ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন
বিভাগীয় সদরে হাই কোর্ট
বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর