শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ইতিহাসের বরপুত্র হিসেবে ভাবা হয় তাঁকে। মহান মুক্তিযুদ্ধ এবং ’৭৫-পরবর্তী এক দুঃসময়ে দেশের হাল ধরে সর্বক্ষেত্রে সুনীতি ও সুবিবেচনার যে উদাহরণ তিনি রেখেছেন, তা সত্যিকার অর্থেই অতুলনীয়। ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করে বাংলাদেশে। জাতির সেই মহাদুর্দিনে বিদ্রোহ ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান। ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। ঘোষণা দেন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের। নিজের ও পরিবারের সদস্যদের জীবন ও পেশাগত নিরাপত্তা উপেক্ষা করে দেশ ও জাতির প্রয়োজনে তিনি যে সাহসিকতার পরিচয় দেন, তা জাতীয় ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে অসামান্য বীরত্বের পরিচয় দিয়ে বীর উত্তম পদকে ভূষিত হন তিনি। ১৯৭৫ সালের ৩ নভেম্বর এক অভ্যুত্থানে গৃহবন্দি করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর হুমকি সৃষ্টি হয়। ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে স্বপদে ফিরে আসেন তিনি। দেশ পরিচালনার দায়িত্বও অর্পিত হয় তাঁর স্কন্ধে। তিনি সততা ও দেশপ্রেমকে সম্বল করে সে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের এই অগ্রণী সৈনিক দেশ গড়ার কাজেও নিজের যোগ্যতাকে তুলে ধরেছেন অনন্যভাবে। দেশবাসীর মানসপটে যা অমরতার অনুষঙ্গ হয়ে থাকবে যুগ যুগ ধরে। ১৯৭৮ সালে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জিয়াউর রহমান দুই বছরের সামান্য বেশি সময়ে দেশকে উন্নয়নের সোপানে তোলার প্রয়াস চালিয়েছেন অনুপ্রেরণাদায়ক নেতৃত্বে। আন্তর্জাতিক পর্যায়ে দেশকে নিয়ে গেছেন সম্মানিত স্থানে। এমন এক মুহূর্তে বাংলাদেশের অগ্রযাত্রা থামাতে এগিয়ে আসে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে শহীদ হন তিনি। বাকশালী একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। দেড় দশকের স্বৈরাচারী নিষ্পেষণ শেষে আজ দেশ যখন আবার গণতন্ত্রের অভিযাত্রায়, সে মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন জাতিকে অনুপ্রেরণা জোগাবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় বিএনপি নেতা এ্যানির দুঃখ প্রকাশ
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
ইতিহাসের বরপুত্র
শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতি শ্রদ্ধা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর