সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে পণ্য রফতানি থেকে ৩৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। বছর ব্যবধানে যা বেড়েছে ২.৭৭ শতাংশ।
মঙ্গলবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে দেশের রফতানি আয় বেড়েছে। প্রবৃদ্ধি হয়েছে ২.৭৭ শতাংশ। ২০২৪ সালের ফেব্রুয়ারি রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ ডলার।
ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ কোটি ৪৪ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩১৯ কোটি ১৪ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৬৫ কোটি ২৭ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে বেড়েছে ৩.৭৭ শতাংশ। এছাড়া, ওভেন পোশাক রফতানি থেকে এসেছে ১৫৯ কোটি ১৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ০.৪৪ শতাংশ।
ইপিবির তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি, চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে। তবে কমেছে হোম টেক্সটাইলের রফতানি। হোম টেক্সটাইলের রফতানি আয় ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৪১ লাখ ডলারে।
আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১১.৬২ শতাংশ। ফেব্রুয়ারিতে রফতানি হয়েছে ৮ কোটি ৮৪ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।
এছাড়া, কৃষি পণ্যের রফতানি আয় ৭.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮৬ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৪১ লাখ ডলার।
এদিকে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ মার্কিন ডলারের পণ্য। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১০.৫৩ শতাংশ বেশি।
বিডি প্রতিদিন/কেএ