এক ক্ষুধার্থ সিংহ বনের পথে চলতে চলতে একটা গাধার ডাক শুনতে পেল। অমনি সে পথের মধ্যে দাঁড়িয়ে পড়ল। পথের পাশে একটা গাছে একটা বানর খেলা করছিল। সিংহের দাঁড়িয়ে পড়া দেখে বানরটি গাধাকে সতর্ক করে দিল। বানরের কথায় সতর্ক হয়ে গাধা এক দৌড়ে নিরাপদ স্থানে চলে গেল।
বানরের এই কীর্তি দেখে সিংহ বলল, আমি তো তোমাকে খাবার জন্য এখানে দাঁড়াইনি, তারপরও তুমি গাধাকে সতর্ক করে দিলে কেন?
বানর বলল, আমিও তৃণভোজী, গাধাও তৃণভোজী। আমাদের মধ্যে তো মিল থাকবেই। তুমি মাংসাসী। সুযোগ পেলে আমাকেও ছাড়বে না। আজ আমি গাধাকে সতর্ক করেছি, কাল গাধা আমাকে সতর্ক করবে। আমাদের মধ্যে মিল না থাকলে তো সবাই তোমার হাতে মারা পড়ব।