সমীরণে মেশকের ঘ্রাণ,
রাত্রির তিমিরে জুড়ায় প্রাণ।
এ তিমিরে রহমত বর্ষে,
করুণাময় প্রভুর পরশে।
এ তিমির নয়তো সাধারণ,
এ শ্রেষ্ঠ রাতের নির্ধারণ।
এ রাত হিয়ায় জ্বালে আলো,
এ রাত মুছে সকল কালো।
এ রাত অমিত বরকতপূর্ণ।
এ রাতে হয় গুনাহ চূর্ণ।
এ রাত মুমিনের সবরের।