মাথা মামার গরম হলে
উল্টোপাল্টা বুঝে,
চুলগুলো সব টেনে টেনে
কদুর তেল সে খুঁজে।
চুলকানিটা বাড়লে মামার
বাড়ে তেলের কদর,
হাতে মাখে, পায়ে মাখে,
আরও মাখে গতর।
মাঝে মাঝে তেলের জোগান
দেয় সে বসের বাড়ি,
এই যোগ্যতা আছে বলেই
পদটা হয় তাঁর ভারী।
তলে তলে ঘোলাজলে
নীল নকশা সে আঁকে,
ডানে বামে কান পড়িয়ে
টাকা কামায় ফাঁকে।
তৈল মর্দন আর চরণ চুম্বন
যখন হয় রে পেশা,
বেসামাল কারসাজিটা তাঁর
একমাত্রই নেশা।
জাদুকরী তেল থেরাপি
জাতি করছে নষ্ট,
এমন দশায় জন্মভূমির
হয় রে খুবই কষ্ট।