পশ্চিমাকাশের একফালি চাঁদ
বলছে ডেকে ইঙ্গিতে,
সেহরি খেয়ে-রাখতে রোজা
জলে দোলা ডিঙিতে।
এরকম সংকেতে লক্ষ্মীপ্যাঁচা
রমজানে রাখে রোজা,
নিশাচর পাখিগুলোর তাই
রাতে খাবার খোঁজা।
দিনে খায় না রোজা রেখে
যায় না সহজে দেখা,
আল্লাহতায়ালার রহমতে
নিয়মকানুন শেখা।