বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চরম কর্তৃত্ব দুঃশানের বিরুদ্ধে দুটো অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের পরেও অনেকে স্বৈরতন্ত্রের ভূত কাঁধে নিয়ে হাঁটছেন। রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে। নতুনরূপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। বৈষম্যহীন মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নূর হোসেন আর আবু সাঈদরা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন।
আজ সোমবার সকালে এরশাদের সামরিক স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনের বীর শহীদ নূর হোসেনের ৩৮তম শাহাদাতবার্ষিকীতে নূর হোসেন স্কয়ারে নূর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানেই তিনি এসব কথা বলেন।
পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশে সাইফুল হক বলেন, সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের আত্মাহুতির পর প্রায় চার দশক পার হলেও গণতন্ত্র এখনো মুক্তি পায়নি। ২৪-এর রক্তঝরা গণ-অভ্যুত্থানের পরেও অনেকে স্বৈরতন্ত্রের ভূত কাঁধে নিয়ে হাঁটছেন। রাজনীতিতে নতুন কর্তৃত্ববাদ, নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে। অনেকে গায়ের জোরে জনগণের ওপর নিজেদের দলীয় অ্যাজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নতুন নতুনরূপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে।
তিনি বলেন, সরকারের দুর্বলতা ও অকার্যকারিতার সুযোগ নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারে নেমে পড়েছে। দুটো ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে চরম কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকগোষ্ঠীকে বিদায় দিলেও তাদের শিকড় উপড়ে ফেলা যায়নি। আর এ কারণেই বারবার দমন ও নিপীড়নমূলক শাসন ফিরে আসছে।
তিনি আরও বলেন, গোটা ফ্যাসিস্টব্যবস্থা নির্মূল ছাড়া গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা যাবে না। শহীদ নূর হোসেন, ডাক্তার মিলন, আবু সাঈদ, মীর মুগ্ধসহ শহীদরা বৈষম্যহীন সাম্যভিত্তিক যে মানবিক ও গণতান্ত্রিকব্যবস্থার জন্য জীবন দিয়েছেন, তা প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল আমরা তাদের রক্তের ঋণ শোধ করতে পারি। এই সংগ্রামে নূর হোসেন আবু সাঈদরা অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, আরিফুল ইসলাম আরিফ ও চুন্নু সিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি