ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিশনে ইসরায়েলে ‘স্বল্পসংখ্যক’ ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার (সিএমসিসি)-এ যুক্তরাজ্যের কয়েকজন পরিকল্পনা কর্মকর্তা যুক্ত হয়েছেন।’ তাদের মধ্যে একজন এই অভিযানের ডেপুুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ব্রিটেন এই প্রচেষ্টায় ‘নোঙরের ভূমিকা’ পালন করবে।
গত সোমবার লন্ডনের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ভূমিকা রাখতে পারি।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে আমরা একজন প্রথম সারির, টু-স্টার কর্মকর্তাকে বেসামরিক ও সামরিক কমান্ডের ডেপুটি কমান্ডার হিসেবে নিযুক্ত করেছি। সুতরাং, ব্রিটেন একটি নোঙরের ভূমিকা পালন করবে।’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের দক্ষিণ-পশ্চিমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বয় একটি কেন্দ্র উদ্বোধনের পরপরই এই তথ্য নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতি বাস্তবায়নে বেশ কিছু উত্তেজনা দেখা দিয়েছে।
হামাস জানিয়েছে, গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচে থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের লাশ খুঁজে বের করতে তাদের সময় ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত