জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। এ কারণে শনিবার (০২ আগস্ট) সকালে তার বাইপাস সার্জারি হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
দোয়া চেয়ে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সুধী-শুভাকাঙ্ক্ষী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান—আমরা মহান আল্লাহ তা'য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে যে যার অবস্থান থেকে তার জন্য একান্তভাবে দোয়া করি।
তিনি বলেন, আল্লাহ তা'য়ালা যেন তাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে ফিরে আসার তাওফিক দান করেন— এই দোয়াই করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন