খাগড়াছড়িতে টিও (ট্রেড অর্গানাইজেশন) প্রদান ও পুরোনো কার্ডধারীদের বাদ না দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রেসক্লাব এর সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব থাকা খুচরা সার বিক্রেতা অংশ নেন।
খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ খাগড়াছড়ি শাখার সভাপতি কনক ব্রত ত্রিপুরার সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মঞ্জুমদার,সিনিয়র সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হানিফ ও কার্যনির্বাহী সদস্য মোশাররফসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নিয়ম মেনে সার বিক্রি করে কৃষকদের সেবা দিয়ে যাচ্ছেন তারা। অথচ সাম্প্রতিক প্রজ্ঞাপনের তাদের আইডি বাতিল করা হচ্ছে। যা অযৌক্তিক ও অন্যায়। যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া দাবি করেন তারা।
মানববন্ধন শেষে বক্তারা জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে সার বিতরণের লক্ষ্যে ১৯৯৫ সালে প্রতিটি উপজেলায় ডিলারশীপ প্রথা চালু করে সরকার।পরবর্তীতে ২০০৯ সালে জারিকৃত ডিলার নিয়োগ ও নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নের ডিলাররা সারাদেশে সুষ্ঠুভাবে সার সরবরাহ করে আসছে।
সারাদেশে সব মিলিয়ে ১০ হাজার ৮০০ জন ডিলার এবং প্রায় ৪৫ হাজার খুচরা বিক্রেতা রয়েছে। তবে সার বিতরণে অনিয়ম ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে সম্প্রীতি সরকার এ নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়।
এরপর থেকে খুচরা সার বিক্রেতারা আগের নীতিমালা বহাল রাখার দাবিতে আন্দোলন করে আসছে।
বিডি প্রতিদিন/কামাল