জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে আজও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বুধবার বিকালে পরিসংখ্যান বিভাগের উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের ভার্স্কয চত্ত্বরের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু সাইদ মো. রিপন রউফ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় তারা শিক্ষার্থীরা নানা প্রতিবাদী স্লোগান দেন।
বিডি প্রতিদিন/আরাফাত