ঠাকুরগাঁও সদর উপজেলার আদিবাসী কৃষকদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিকরণের লক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এ সময় জেলা প্রশাসক বলেন, আদিবাসী কৃষকদের এই প্রশিক্ষণ তাদের আধুনিক কৃষি পদ্ধতিতে দক্ষ করে তুলবে এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। এই কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ প্রশিক্ষণসহ কৃষি উপকরণের পাশাপাশি অন্যান্য সহায়তাও প্রদান করে থাকবে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবির সহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/জামশেদ