ফিস্টুলা আক্রান্ত রোগীদের পুনর্বাসনে গাইবান্ধায় ছাগল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ছাগল বিতরণ করেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) গাইবান্ধা জেলা ফিল্ড অফিসার ডা. শাহিন আকতার।
বুধবার দুপুরে সদর উপজেলার দাড়িয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে এসব ছাগল বিতরণ করা হয়। স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কারিগরি সহায়তা এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে এটি বাস্তবায়ন করছেন ল্যাম্ব। এ সময় পাঁচজন ফিস্টুলা আক্রান্ত নারীকে পুনর্বাসনের জন্য এককালীন এসব ছাগল প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল্যাম্ব ফিস্টুলা প্রোগ্রামের জেলা ফ্যাসিলিটেটর শরিফুল ইসলাম শরিফ, অফিস সহকারী মিস্টার কমল হেমব্রম এবং উপকারভোগী ফিস্টুলা আক্রান্ত রোজিনা বেগম (ফুলছড়ি উপজেলা), শুকু রাণী কর্মকার (গোবিন্দগঞ্জ), চামেলি বেগম (বগুড়া সারিয়াকান্দি) ও রমিছা বেগম (বগুড়া গাবতলী) এবং তাদের অভিভাবকবৃন্দ।
উপকারভোগীরা জানান, এই ছাগল দিয়ে তারা ভাগ্য পরিবর্তন করতে চান।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এই ছাগল বিতরণ কার্যক্রম অব্যাহত আছে সংস্থাটির। এর ধারাবাহিকতায় ১ অক্টোবর থেকে মহাস্থানগর হাট, শিবগঞ্জ, বগুড়ায় এই কার্যক্রম শুরু হয় এবং পরে গাইবান্ধায় ছাগল বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল