কিশোরগঞ্জের করিমগঞ্জে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আব্দুল মালেক (৭৫) করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি এলাকার মৃত শহর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে আব্দুল মালেকের সঙ্গে তার ছেলে বাদল ওরফে খোকনের ঝগড়া হয়। একপর্যায়ে খোকন তার বাবাকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় আব্দুল মালেককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল