চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। যা গত বছরের তুলনায় ৩৩ দশমিক ৫৩ শতাংশ কম। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন। বিভাগটিতে এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুইই কমেছে। দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হয় এবারের পরীক্ষা। ২০০৫ সালের পর এটি সিলেটের সর্বনিম্ন পাসের হার। অর্থাৎ গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ছিল এ বছর।
বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫ হাজার ৮৭১ জন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ হাজার ৭৯২ জন ও জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭৯ জন। মানবিক বিভাগে ৪৭ হাজার ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২১ হাজার ৪৯৭ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৫৩ জন। বাণিজ্য বিভাগে ৯ হাজার ২৭২ জনের মধ্যে পাস করেছেন ৪ হাজার ৫৮২ জন, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৭০ জন। এ বছর সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করেছে ৪টি প্রতিষ্ঠান।
বিডি প্রতিদিন/এএম