যশোরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের একটি টিম। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. সেলিমুজ্জামান জানান, প্রথম অভিযানে যশোর শহরের এমকে রোডে টেস্টি ট্রিট কনফেকশনারীতে গিয়ে দেখা যায়, বিস্কুট এর প্যাকেটের ভেতর ১৫ প্যাকেট বিস্কুট রয়েছে যার ওজন ১৭৯ গ্রাম। অথচ থাকার কথা ১৬ প্যাকেট বিস্কুট ও ওজন হওয়ার কথা ১৯২ গ্রাম। এটা প্রতারণামূলক ও ভোক্তা অধিকারবিরোধী হওয়ায় টেস্টি ট্রিট কনফেকশনারীকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। পরে নিউ বাঁধন ফুড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, তাদের উৎপাদিত বিভিন্ন বেকারি পণ্যের প্যাকেটে মূল্য লেখা নেই। এ জন্য প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম ছিল।
বিডি প্রতিদিন/এএম