মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় একটি ক্লিনিক ও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখায় একটি প্যাথলজি থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের সিটি ক্লিনিকের মালিক আজগর আলী ও ডিজিটাল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের মালিক সহিদুল হক বিশ্বাস।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপন যন্ত্র রাখায় সিটি ক্লিনিককে ৫০ হাজার এবং প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখায় ডিজিটাল মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ