রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনার দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার পৃথক দুই স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাজেদ মন্ডল (৫৩) ও ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব মো. মনিনুল ইসলাম (৩৪)।
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
তিনি বলেন, গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই অভিযোগে গোয়ালন্দ উপজেলার সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদি হয়ে গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মাজেদ মন্ডল ও মনিনুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ